গত সপ্তাহে করোনায় মৃতদের ৭২ শতাংশই টিকা নেননি

গত ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছন ১৫৯ জন। তাদের মধ্যে ৮৭ জন পুরুষ আর নারী ৭২ জন। তাদের ৭১ দশমিক সাত শতাংশই করোনা ভাইরাসের টিকা নেননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে যে ১৫৯ জন মারা গেছেন তাদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ১১৪ জন, টিকা পেয়েছেন ১৪ জন আর ৩১ জনের তথ্য পাওয়া যায়নি। আর যে ১৪ জন টিকা নিয়েছিলেন তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন পাঁচজন আর দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৯ জন।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে করোনায় পুরুষ মৃত্যুহার ৫৪ দশমিক সাত শতাংশ আর নারী মৃত্যুর হার ৪৫ দশমিক তিন শতাংশ। তবে মৃতদের মধ্যে গর্ভবতী কোনও নারী ছিলেন না।

তাদের মধ্যে বয়স বিবেচনায় সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা; ২৫ দশমিক আট শতাংশ। এরপর রয়েছে ৫১ থেকে ৬০ বছর বয়সীরা; ২৫ দশমিক দুই শতাংশ।

৭১ থেকে ৮০ বছর বয়সীদের মৃত্যুর হার ১৭ দশমিক ছয় শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীদের মৃত্যুহার ১২ শতাংশ, ৮১ থেকে ৯০ বছর বয়সীদের মৃত্যুহার সাত দশমিক ছয় শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যুহার ছয় দশমিক তিন শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুহার তিন দশমিক আট শতাংশ, ৯১ থেকে ১০০ বছর, ১১ থেকে ২০ বছর আর শূন্য থেকে ১০ বছর বয়সীদের মৃত্যু হার শূন্য দশমিক ছয় শতাংশ করে।

আর গত সপ্তাহে ১০০ বছরের ঊর্ধ্বে কেউ মারা যাননি।