গত সপ্তাহে করোনাতে বেশি মারা গেছেন উচ্চ রক্তচাপে আক্রান্তরা

করোনাতে আক্রান্ত হয়ে গত সপ্তাহে মারা গেছেন ৮০ জন, তাদের মধ্যে পুরুষ ৪১ আর নারী ৩৯ জন। এদের মধ্যে আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন এমন রোগীর মৃত্যু হয়েছে বেশি। এরপর রয়েছেন উচ্চ রক্তচাপের রোগীরা।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পর করোনায় গত সপ্তাহে মারা যাওয়াদের মধ্যে বেশি ছিলেন কিডনিরোগী। এরপর রয়েছে হৃদরোগ এবং বক্ষব্যাধি।

আজ সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর) করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮০ জনের মধ্যে আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন ৪১ দশমিক তিন শতাংশ। এরপর উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন এমন মানুষের মৃত্যু হয়েছে ৩৬ দশমিক তিন শতাংশ।

এরপর ১২ দশমিক পাঁচ শতাংশ মানুষ আক্রান্ত ছিলেন কিডনিরোগে, হৃদরোগে আক্রান্ত ছিলেন ১১ দশমিক তিন শতাংশ মানুষ।

অধিদফতর জানাচ্ছে, আগে থেকেই সাত দশমিক পাঁচ শতাংশ  বক্ষব্যাধিতে আক্রান্ত ছিলেন। এছাড়াও নিউরোলজিক্যাল, রক্তজনিত রোগ এবং ক্যান্সারে আক্রান্ত ছিলেন এক দশমিক তিন শতাংশ করে।

তবে লিভার রোগ, স্ট্রোক, থাইরয়েড, রিউম্যাটলজিক্যাল বা বাতরোগ এবং মানসিক সমস্যাজনিত রোগে আগে থেকে আক্রান্ত এমন কারও করোনাতে গত এক সপ্তাহে মৃত্যু হয়নি।

তবে যারা আগে থেকেই অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন এমন অনেকেরই দুই বা ততোধিক রোগ একসঙ্গে ছিল বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।