ডিসেম্বরের মধ্যে করোনা টিকার আওতায় ৩০ শতাংশ মানুষ: সালমান এফ রহমান

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ করোনা টিকার আওতায় আসবে। এর মধ্য দিয়ে পাঁচ থেকে ছয় কোটি মানুষ করোনা টিকা পাবেন। প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে এসব তথ্য জানান। এখানে ‘কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ লক্ষ্যে গঠিত সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের প্রশিক্ষণ’ অনুষ্ঠান হয়েছে।

সালমান এফ রহমান বলেন, ‘গতকালও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ডিসেম্বরের মধ্যে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে পাঁচ থেকে ছয় কোটি মানুষকে আমরা টিকার আওতায় নিয়ে আসতে পারবো। সরকারি কমকর্তাদের অক্লান্ত পরিশ্রমেই এই সফলতা।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার ভাষ্য, ‘আমরা বেসরকারি খাতে টিকা দেইনি। শতভাগ সরকারিভাবে টিকাকরণ হয়েছে। অন্যান্য দেশে সরকারের পাশাপাশি বেসরকারি মাধ্যমেও টিকাকরণ হয়েছে।’

বাংলাদেশে করোনায় ২৭ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। সালমান এফ রহমান উল্লেখ করেন, ভারত ও আমেরিকায় সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ করোনায় মারা গেছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন।