করোনায় মৃত্যুহীন ৫৬ জেলা

গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় ( ২০ অক্টোবর সকাল ৮টা থেকে ২১ অক্টোবর সকাল ৮টা) পর্যন্ত । এর আগে বুধবার ৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশের ৬৪ বিভাগের মধ্যে ৫৬ বিভাগেই করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আর যে ১০ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় আছেন দুজন, গোপালগঞ্জে একজন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় একজন, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় একজন, ফেনীতে দুইজন, নোয়াখালীতে একজন, খুলনা বিভাগের যশোর জেলায় একজন আর বরিশাল বিভাগের বরিশাল জেলায় একজনের মৃত্যু হয়েছে।