টিকা নিয়েছেন আরও সোয়া ৭ লাখ মানুষ

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৫৭ ডোজ।  এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। আর রবিবার (২৪ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৭ লাখ ২২ হাজার ৫৮২ ডোজ টিকা।  

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, রবিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭২ হাজার ৭১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৯৬৯ জনকে।

পাশাপাশি এদিন ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩১ হাজার ৭৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে নয় হাজার ৫৯৮ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮৮ হাজার ৭০৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ১৫ হাজার ৬৫৩ জন। 

মডার্নার টিকা আজ প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে দুই হাজার ১৮১ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯৯০ জন।