প্রথম ডোজ পেয়েছে ১০ লাখের বেশি শিক্ষার্থী

সারাদেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ১৪ লাখ ৭৩ হাজার ৩৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১০ লাখ ১০ হাজার ৮৩ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

মঙ্গলবার শিক্ষার্থীসহ ৩ লাখ ১১ হাজার ৫১৮ জনকে প্রথম ডোজ এবং ১১ লাখ ৬১ হাজার ৫১৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৩৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী প্রথম ডোজ এবং ২৫ হাজার ২৬৮ জন শিক্ষার্থী নিয়েছে দ্বিতীয় ডোজ। 

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের মাধ্যমে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। 

এখন পর্যন্ত ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জনকে করোনা প্রতিরোধক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। এগুলো হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের তৈরি সিনোফার্ম।