প্রথম দিন বুস্টার ডোজ নিয়েছেন ১ হাজার ৩৫৫ জন

দেশে করোনা প্রতিরোধক টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে আজ (২৮ ডিসেম্বর)। রাজধানীর ১২টি হাসপাতালসহ ঢাকা জেলা, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে এসব তথ্য জানা যায়।

ঢাকা মহানগরীতে ১ হাজার ৩০ জন, ঢাকা জেলায় ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, রংপুর বিভাগে ১৪৫ জন এবং খুলনা বিভাগে ১৭ জন বুস্টার ডোজ নিয়েছেন।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনা টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

বুস্টার ডোজ

বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।