একদিনেই শনাক্ত ৫০০’র কাছাকাছি 

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১ জন। বুধবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনেকদিন পর ২৪ ঘণ্টায় ৫০০’র কাছাকাছি শনাক্ত হলো। সবশেষ গত ১৯ অক্টোবর একদিনে শনাক্ত ছিল ৪৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৯ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯১৪টি। এখন পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। আক্রান্তের মোট হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭২ জন। এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।