শনাক্তের ৮৩ শতাংশই ঢাকা জেলার

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ১৪০ জন, আর শনাক্তের হার পৌঁছেছে প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার চার দশমিক ৮৬ শতাংশ।

অধিদফতরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া এক হাজার ১৪০ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ৯৫০ জন, আর এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৯৭৮ জন।

শতাংশের হিসাবে কেবলমাত্র ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৮৩ দশমিক ৩৩ শতাংশ।

ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর মধ্যে ফরিদুপরে শনাক্ত হয়েছেন ছয় জন, গাজীপুরে পাঁচ জন, কিশোরগঞ্জে চার জন, নারায়ণগঞ্জে ১০ জন। গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও শরীয়তপুরে শনাক্ত হয়েছেন একজন করে।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় শনাক্ত হয়েছেন চার জন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৫৩ জন, কক্সবাজার ও কুমিল্লায় সাত জন করে, চাঁদপুরে ৯ জন, ফেনীতে চার জন, বান্দরবানে দুই জন, আর রাঙ্গামাটি ও নোয়াখালীতে শনাক্ত হয়েছেন একজন করে।

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ১১ জন, বগুড়ায় ৯ জন, নাটোরে চার জন, নওগাঁয়ে দুই জন, আর পাবনা জেলায় শনাক্ত হয়েছেন একজন।

রংপুর বিভাগের রংপুর জেলায় তিন জন ও  নীলফামারীতে শনাক্ত হয়েছেন একজন।

খুলনা বিভাগের খুলনা ও যশোর জেলায় ছয় জন করে, কুষ্টিয়ায় চার জন এবং  চুয়াডাঙ্গায় শনাক্ত হয়েছেন একজন।

বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠিতে শনাক্ত হয়েছেন একজন করে, আর সিলেট বিভাগের সিলেট জেলায় ১৩ জন এবং মৌলভীবাজারে শনাক্ত হয়েছেন ৯ জন।