১৩ দিনে ১ লাখ রোগী

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের অতিসংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে রোগী বাড়ছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রতিদিনই বাড়ছে শনাক্ত রোগী সংখ্যা, বাড়ছে শনাক্তের হারও।

গত ২৪ ঘণ্টায় ( ২৪ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৫ জানুয়ারি সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন। যা দেশে করোনা মহামারিকালে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বছর ২৮ জুলাই ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবকালে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল। সেদিন শনাক্ত হয়েছিলেন ১৬ হাজার ২৩০ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৬ হাজার ৩৩ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগী সংখ্যা ছাড়িয়ে গেল ১৭ লাখ। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭ জন। এর আগে গত ১২ জানুয়ারি শনাক্ত রোগী সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যায়। সে হিসেবে মাত্র ১৩ দিনের মাথায় এক লাখ রোগী শনাক্ত হলেন।

গত ১২ জানুয়ারি দুই হাজার ৯১৬ জন শনাক্ত হওয়ার খবর জানিয়ে অধিদফতর জানিয়েছিল, সেদিন পর্যন্ত করোনাতে শনাক্ত হয়েছিলেন ১৬ লাখ এক হাজার ৩০৫ জন।

এরপর থেকে গত ১৩ জানুয়ারি তিন হাজার ৩৫৯ জন, ১৪ জানুয়ারি চার হাজার ৩৭৮ জন, ১৫ জানুয়ারি তিন হাজার ৪৪৭ জন, ১৬ জানুয়ারি পাঁচ হাজার ২২২ জন, ১৭ জানুয়ারি ছয় হাজার ৬৭৬ জন, ১৮ জানুয়ারি আট হাজার ৪০৭ জন, ১৯ জানুয়ারি ৯ হাজার ৫০০ জন, ২০ জানুয়ারি ১০ হাজার ৮৮৮ জন, ২১ জানুয়ারি ১১ হাজার ৪৩৪ জন, ২২ জানুয়ারি ৯ হাজার ৬১৪ জন, ২৩ জানুয়ারি ১০ হাজার ৯০৬ জন, ২৪ জানুয়ারি ১৪ হাজার ৮২৮ জন আর গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৩ জন শনাক্ত হওয়ার কথা জানাচ্ছে স্বাস্থ্য অধিদফতর।