রাজধানীর হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে ভিড় (ফটো স্টোরি)

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট তীব্র হয়ে উঠেছে। এ কারণে দেশে করোনা শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে নমুনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে। বুধবার (২৬ জানুয়ারি) ঢাকার মুগদা মেডিক্যাল অ্যান্ড কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে আগ্রহীদের ছবি তুলেছেন বাংলা ট্রিবিউনের আলোকচিত্রী নাসিরুল ইসলাম।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৫২৭ জন করোনা শনাক্ত হয়েছে। ২৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৬ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ২৮ হাজার ২৭৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ২৭৫টি নমুনা সংগৃহীত হয়েছে। আর নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৭৩টি

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১ হাজার ৫২ জন। মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন

দেশে এখন পর্যন্ত করোনার মোট ১ কোটি ২২ লাখ ৬১ হাজার ২৫২টি নমুনা পরীক্ষা হয়েছে

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৬৩ শতাংশ