মৃত্যু বেড়েছে ৬১ শতাংশ, সুস্থতা ৩২০ শতাংশ

করোনার অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যু বেড়েছে। অবশ্য সুস্থ হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তবে কমেছে নমুনা পরীক্ষা এবং নতুন শনাক্ত রোগীর সংখ্যা। সোমবার (৭ ফেব্রুয়ারি) করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২২৬ জন। এর আগের সপ্তাহে (২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) মারা যান ১৪০ জন। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর উল্লেখ করেছে, গত সপ্তাহে করোনায় নতুনভাবে শনাক্ত হয় ৭৬ হাজার ২০০ জন। তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ১ লাখ ১৯৬ জন। সেই হিসাবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নতুন শনাক্তের হার কমেছে ২৩ দশমিক ৯ শতাংশ।

গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৫টি। তার আগের সপ্তাহে ৩ লাখ ১৬ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। ফলে নমুনা পরীক্ষার হার কমেছে ৭ দশমিক ৪ শতাংশ।

অধিদফতরের তথ্যানুযায়ী, করোনা থেকে গত সপ্তাহে সেরে উঠেছেন ৩৬ হাজার ৯০৫ জন। তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৮ হাজার ৭৮৪ জন। সুস্থ হওয়া রোগীর হার বেড়েছে ৩২০ দশমিক ১ শতাংশ।