একসপ্তাহে মৃতদের ৭১ শতাংশই টিকা নেননি, ৬৮ শতাংশের ছিল উচ্চ রক্তচাপ

করোনার অতি সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রকোপে গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় মৃত্যু বেড়েছে। তাদের মধ্যে শতকরা ৭১ শতাংশই করোনা প্রতিরোধক টিকা নেয়নি। সোমবার (৭ ফেব্রুয়ারি) করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২২৬ জন। এর আগের সপ্তাহে (২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) মারা যায় ১৪০ জন। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে মৃত্যু বেড়েছে ৬১ দশমিক ৪ শতাংশ।

গত সপ্তাহে করোনায় মারা যাওয়া ২২৬ জনের মধ্যে টিকা নেয়নি ১৬১ জন, শতকরা হিসাবে ৭১ দশমিক ২ শতাংশ। মৃতদের মধ্যে টিকা নিয়েছিল ৬৫ জন, যা ২৮ দশমিক ৮ শতাংশ।

অধিদফতরের তথ্যানুযায়ী, টিকা নেওয়ার পরও মারা যাওয়া ৬৫ জনের মধ্যে ২৫ জন টিকার প্রথম ডোজ এবং ৪০ জন দ্বিতীয় ডোজ নিয়েছিল। তাদের মধ্যে কেউই টিকার বুস্টার ডোজ নেয়নি।

করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে মারা যাওয়া ২২৬ জনের মধ্যে শতকরা ৫১ দশমিক ৮ শতাংশ আগে থেকেই অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিল। তাদের মধ্যে পুরুষ ১২৯ জন এবং নারী ৯৭ জন।

উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিল ৬৮ শতাংশের বেশি

স্বাস্থ্য অধিদফতর উল্লেখ করেছে, মৃত ২২৬ জনের মধ্যে ৬৮ দশমিক ৪ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিল। এছাড়া ৪৯ দশমিক ৬ শতাংশ ডায়াবেটিসে, ৩১ দশমিক ৬ শতাংশ কিডনি রোগে, ২৩ দশমিক ৯ শতাংশ হৃদরোগে, ১৬ দশমিক ২ শতাংশ বক্ষব্যাধিতে, ৭ দশমিক ৭ শতাংশ নিউরোলজিক্যাল রোগে, ৪ দশমিক ৩ শতাংশ স্ট্রোক ও ক্যানসারে, ২ দশমিক ৬ শতাংশ থাইরয়েড রোগে এবং ১ দশমিক ৭ শতাংশ মানুষ গ্যাস্ট্রোলিভার, রক্তজনিত রোগ ও অন্যান্য রোগে ভুগছিল। তাদের মধ্যে অনেকেই দুই বা ততধিক রোগে আক্রান্ত ছিল।