জানুয়ারির শেষ সপ্তাহে ডেল্টার জায়গা নিয়েছে ওমিক্রন: আইসিডিডিআর’বি

গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের জায়গাটি সম্পূর্ণভাবে দখল করে নেয় ওমিক্রন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর’বি) ভাইরোলজি ল্যাবে নানা নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানা গেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) আইসিডিডিআর’বি প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ থেকে ২৮ জানুয়ারির মধ্যে ঢাকা শহর থেকে ২৪টি করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। জিনোম সিকোয়েন্স করে এর মধ্যে ৯২ শতাংশ নমুনায় ওমিক্রন এবং ৮ শতাংশ নমুনায় ডেল্টার ধরন পাওয়া গেছে। ওমিক্রন শনাক্ত হওয়া নমুনার মধ্যে উপধরন বিএ ২ সবচেয়ে বেশি বলে চিহ্নিত করা গেছে।