শনাক্ত ৩৩, টানা ২৪ দিন মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি আর শনাক্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে টানা ২৪ দিন করোনায় কারো মৃত্যু নেই। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১২ জন।

রবিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৮৬ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২৬৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮৮৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮১৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৮৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৯০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২৬ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।