২৯ দিন পর এক মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এসময়ে শনাক্ত হয়েছেন ১৬ জন। এ নিয়ে টানা ২৯ দিন পর করোনায় কারো মৃত্যু হলো।

শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪১ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১৭২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭৪৭ জন।

এখন পর্যন্ত মোট মৃত্যু ২৯ হাজার ১২৮ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯২০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯২৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৭৮  হাজার ৯৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৩১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী একজন পুরুষ। তার বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।