২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ১৭২৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৮ জন। মঙ্গলবার শনাক্ত ছিল ১ হাজার ৯৯৮ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৮৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ৫২৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৩৩টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৯৮৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৬ দশমিক ৮৯ শতাংশ এবং এ পর্যন্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৬ দশমিক ২৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী। মৃতদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন,৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন।  মৃতদের মধ্যে ঢাকার ৩ জন এবং চট্টগ্রামে ১ জন আছেন।