৩৮ দিন পর করোনায় মৃত্যু শূন্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ২১৬ জন। গতকাল শনাক্ত ছিল ২২০ জন। দেশে গত ২৯ জুন সর্বশেষ মৃত্যু শূন্য দিনের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩০৪ জন এবং শনাক্ত ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জন।

রবিবার (৭ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৫ দশমিক ১০ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ৭২০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৪৮ হাজার ২৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২২৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৩৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ১০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ০৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।