করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৪৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যাননি এবং শনাক্ত হয়েছেন ১৪৪ জন।  এর আগে গতকাল শনাক্ত ছিল ২১৪ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩১২ জন এবং শনাক্ত ২০ লাখ ৮ হাজার ৬৪৪ জন।

শনিবার  (১৩ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৪৫৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৩৫৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৫৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৭২ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৪ দশমিক ২৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।