শনাক্তের হার আবারও ১০ শতাংশ ছাড়ালো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৪৩৫ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৪২১ জন।  এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৩৫ জন এবং শনাক্ত ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জন। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১০ দশমিক ৫৫ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩০ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১১১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১২২টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৩ হাজার ৫৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১০ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী ১ জন পুরুষ এবং তিনি চট্টগ্রামে অবস্থান করছিলেন।