করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ সময় শনাক্ত হয়েছেন ৬২০ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) শনাক্ত ছিল ৬৭৮ জন। গতকালের তুলনায় আজ শনাক্তের সংখ্যা কমেছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪৭ জনের।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৫ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩১টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৫ দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুবরণকারী ওই ব্যক্তি একজন পুরুষ। তিনি সিলেটে অবস্থান করছিলেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।