২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যুশূন্য, শনাক্ত ৬৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময় শনাক্ত হয়েছেন ৬৯ জন। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। এর আগে গতকাল করোনা শনাক্ত হয়েছিলেন ৬২ জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৬ জনের এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৬১ জন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ২৫৮ জন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৫৩৬টি, অ্যান্টিজেন টেস্ট-সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৫২৮টি। এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৬৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৫২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।