২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন দুজন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। এ সময় শনাক্ত হয়েছেন ৩৮ জন। গতকাল চট্টগ্রামে এক দিনে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিন শনাক্ত হয় ৩৫ জনের।

এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৯ জনের এবং শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২০৪ জন।

সোমবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৯২ শতাংশ।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৬৩টি, অ্যান্টিজেন টেস্ট-সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১৩৯টি। এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৫১ হাজার ২১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রতি ১০০ নমুনায় শূন্য দশমিক ৯২ শতাংশসহ এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৪৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুবরণকারী দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তারা ময়মনসিংহে অবস্থান করছিলেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।