করোনায় শনাক্ত ২৯, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ২৯ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪২৯ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৯১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১৭৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১৮৮টি। এখন পর্যন্ত এক কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৯১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।