করোনায় আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ১০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪৪৩ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ৫৭৮ জন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৯৩ হাজার ৪৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২৮৬টি। এখন পর্যন্ত এক কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৩৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৮৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৪ শতাংশ।

মৃত্যুবরণকারী ১ জন নারী এবং তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন।