আরও ৮৩ জনের করোনা শনাক্ত

দেশে আরও ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই ২৪ ঘণ্টায় পাওয়া প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ২৫ শতাংশ বলে জানিয়েছে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৮৯ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৮ হাজার ৩৬০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩২৭টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।