কেবিন ক্রু নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস




এয়ারলাইনসের চাকরির প্রতি আধুনিক তরুণ-তরুণীদের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে কেবিন ক্রু তথা বিমানবালা কিংবা স্টুয়ার্ড হওয়ার আকাঙ্ক্ষা বেশি থাকে তাদের। যারা আকাশছোঁয়ার স্বপ্ন দেখে ও পাখির মতো আকাশে উড়ে বেড়াতে চায় তাদের জন্য কেবিন ক্রু পদে চাকরি অনেকটা সোনার হরিণের মতো। সেটি সহজ করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এই বিমান সংস্থা কেবিন ক্রু পদে দরখাস্ত আহ্বান করেছে।

আবেদনের যোগ্যতা

* শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এইচএসসি বা এ-লেভেল কিংবা সমমানের।

* বয়স: ১৮ থেকে ২৪ বছর।

* উচ্চতা: মেয়েদের জন্য ৫ফুট ৩ ইঞ্চি, ছেলেদের জন্য ৫ফুট ৮ ইঞ্চি।

* ওজন: উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

* চোখের মাপ: ৬/৬ (চশমা বা কনট্যাক্ট লেন্স গ্রহণযোগ্য নয়)।

* হাতে কাটা দাগ কিংবা শরীরে ট্যাটু থাকতে পারবে না, যা সহজে দেখা যায়।

* সাঁতার জানা আবশ্যক।

* ইংরেজি ও বাংলায় কথা বলা ও লেখায় দক্ষ হওয়া চাই।

* উত্তরা আবাসিক এলাকার কাছাকাছি বাসস্থান হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

ইউএস-বাংলা এয়ারলাইনসের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, এক কপি থ্রিআর সাইজের ফুল লেন্থ ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি সংযুক্ত করে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল, ২০১৯





বিজ্ঞপ্তি

 

কেবিন ক্রু নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস