সরকারিভাবে জর্ডানে পোশাকশ্রমিকদের চাকরির সুযোগ

বাংলাদেশ সরকারের বিদেশে জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জর্ডানে পোশাকশ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
> বয়স ১৮ থেকে ৩৯ বছর হতে হবে
> বাংলাদেশি নাগরিক হতে হবে
> শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন

বেতন ও সুযোগ-সুবিধা: পোশাক কারখানাভেদে ২০,০০০-২৫,০০০ টাকা। জর্ডানের শ্রম আইন অনুসারে বিনা খরচে থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা। এছাড়াও কর্মীরা পাবেন যাতায়াত ভাড়াসহ অন্যান্য খরচ।

যেসব কাগজপত্র লাগবে
১. প্রার্থীর জীবনবৃত্তান্ত
২. চার কপি পাসপোর্ট সাইজের রঙিন (ব্যাকগ্রাউন্ড সাদা) ছবি
৩. মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের ১ সেট রঙিন ও ৪ সেট সাদাকালো ফটোকপি
৪. বর্তমান অফিসের পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ।

কর্মী বাছাইয়ের স্থান
প্রতি শুক্রবার সকল ০৮টায় রাজধানীর তিনটি স্থানে প্রতিষ্ঠানটি কর্মী বাছাই করবে।
১. শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম, মিরপুর-১, ঢাকা।
২. বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস-সালাম, মিরপুর-১, ঢাকা।
৩. বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর-২, ঢাকা।

বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি পড়ুন

জর্ডানে পোশাককর্মীদের চাকরি