সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে মহিলা বিষয়ক অধিদফতর, ময়মনসিংহ পরিচালিত বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিনামূল্যে নারীদের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণকালিন সময়ে থাকা-খাওয়ার সুযোগ ছাড়াও প্রতি মাসে ৩০০ টাকা করে প্রশিক্ষণ শেষে এককালীন ৯০০ টাকাও প্রদান করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এমন সুযোগ-সুবিধাসহ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

কোর্সগুলোর মধ্যে রয়েছে:
১. সার্টিফিকেট ইন বিউটিফিকেশন
২. ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং এবং
৩.কম্পিউটার অফিস অ্যাপ্লিফিকেশন।

সবগুলো কোর্স-এর মেয়াদ ৩ মাস বা ৩৬০ ঘণ্টা।

১ ও ২ নম্বর কোর্স-এর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম জেএসসি/জেডেসি পাস। আর ৩ নম্বর কোর্সটির জন্য চাওয়া হয়েছে ন্যূনতম এইচএসসি পাস।

ভর্তি পরীক্ষার তারিখ:
১ ও ২ নম্বর কোর্স-এর জন্য ০৪/১০/২০২১
৩ নম্বর কোর্স-এর জন্য ২৮/০৯/২০২১

ভর্তি সংক্রান্ত নিয়মাবলী ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: ০১৯৮৭-৯২০৪৬৮, ০১৭১৮-৫৯২৯৪৬, ০১৭২৭১০১৪৪০, ০১৯২৩-৪৩৯১৯২

সূত্র: দৈনিক প্রথম আলো, ১৯ সেপ্টেম্বর।