এইচএসসি পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে মোট ০৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা
পদের নাম: স্টোর কিপার-কাম- হিসাব সহকারী
পদসংখ্যা: ০১
বেতন: ৯৩০০-২২৪৯০/-
যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। সরকারি বা সরকার অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে।

বিভাগের নাম: ছাত্র-শিক্ষক কেন্দ্র
পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ০১
বেতন: ১১০০০-২৬৫৯০/-
যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। প্রার্থীকে প্রশাসনিক কাজে কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে।

বিভাগের নাম: এস্টেট অফিস
পদের নাম: সেনেটারি সুপারভাইজার
পদসংখ্যা: ০১
বেতন: ৯৩০০-২২৪৯০/-
যোগ্যতা: এইচএসসি/ সমমান পাস। প্রার্থীকে সাইকেল/মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। মোটরসাইকেলের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রারের অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং সকল সনদপত্র ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে।

স্টোর কিপার-কাম- হিসাব সহকারী পদের জন্য চেয়ারম্যান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে, উচ্চমান সহকারী পদের জন্য পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে এবং সেনেটারি সুপারভাইজার পদের জন্য এস্টেট ম্যানেজার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে আবেদনপত্র পৌঁছাতে হবে।

সূত্র: দৈসিক সমকাল,২৬/১০/২০২১