সেনা, নৌ ও বিমানবাহিনীতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। সেনাবাহিনী নেবে কমিশন্ড অফিসার, নৌবাহিনী নেবে নাবিক আর অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বিমানবাহিনী।

৮৯তম বিএমএ কোর্স: সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার

যোগ্যতা:
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৩ তারিখে ১৭ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৩ বছর।
উচ্চতা: পুরুষের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
ওজন: পুরুষের ক্ষেত্রে ৫৪ কেজি এবং নারীদের ক্ষেত্রে ৪৭ কেজি।
বুকের মাপ: পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং প্রসারণ ৩২ ইঞ্চি আর নারীদের ক্ষেত্রে স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং প্রসারণ ৩০ ইঞ্চি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেকোনও একটিতে জিপিএ ৫, অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলের ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল।

আগ্রহীরা আবেদনের নিয়মসহ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

পদের নাম: নাবিক ও এমওডিসি (নৌ)

শিক্ষাগত যোগ্যতা:

শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল):
এসএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম ৩.৫০ (জিপিএ)। এসএসসিতে উচ্চতর গণিত বিষয়ধারী এবং বিএন ডকইয়ার্ডে কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড পাওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

শাখার নাম: মেডিক্যাল
জীববিজ্ঞানসহ এসএসসি বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫০।
শাখার নাম: পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ
এসএসসি বা সমমানে (সব বিভাগ) ন্যূনতম জিপিএ ৩.০০।
শাখার নাম: কুক ও স্ট্রুয়ার্ড
এসএসসি বা সমমানে (সব বিভাগ) জিপিএ অন্তত ২.৫০।
শাখার নাম: অষ্টম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা:
সিম্যান শাখা: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
পেট্রোলম্যান শাখা: ৫ ফুট ৮ ইঞ্চি।
অন্যান্য শাখা: (কমিউনিকেশন, টেকনিক্যাল, রাইটার, স্টোর, কুক, স্ট্রুয়ার্ড ও টোপাস) ৫ ফুট ৪ ইঞ্চি। এমওডিসি (নৌ) শাখা: ৫ ফুট ৬ ইঞ্চি।

সব শাখার প্রার্থীদের জন্য: বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং প্রসারণ ২ ইঞ্চি। চোখের দৃষ্টিশক্তি ৬/৬। ওজন-বয়স ও উচ্চতা অনুযায়ী।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা www.joinnavy.navy.mil.bd এ গিয়ে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

পদের নাম: অফিসার ক্যাডেট (বিমানবাহিনী)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৬ থেকে ২২ বছর (১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসাবে)।
প্রার্থীরা ধরন: অবিবাহিত নারী ও পুরুষ।

উচ্চতা: পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে ৬৪ ইঞ্চি আর নারীদের ক্ষেত্রে শাখাভেদে কমপক্ষে ৬২-৬৪ ইঞ্চি। ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
বুকের মাপ: পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। আর নারীদের ক্ষেত্রে কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। জিডি (পি) শাখার প্রার্থীদের জন্য দুই চোখের দৃষ্টিশক্তি ৬/৬ এবং কালার পারসেপশন স্ট্যান্ডার্ড-আই।

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা প্রার্থীরা: www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২২।