জনবল নিচ্ছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি, বেতন ৯৭,৩৭০ টাকা

ম্যানেজার (অডিট) পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)। পদটিতে চুক্তিভিত্তিক একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০ জুলাই পর্যন্ত সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে  পারবেন।

পদের নাম: ম্যানেজার (অডিট)
পদসংখ্যা: ১টি
বয়সসীমা: ২৯ জুলাই ২০২২ তারিখে সর্বোচ্চ ৪২ বছর
বেতন ও সুযোগ-সুবিধা: ৯৭,৩৭০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বাসাভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, গ্রাচ্যুইটিসহ ফ্রিঞ্জ বেনিফিট ও ভাতা প্রদান করা হবে।

যোগ্যতা:
> ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
> অথবা বিবিএ ও এমবিএ (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে।
> সিএ/সিএমএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
> শিক্ষাজীবনের কোনও স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে জিপিএ–৩–এর স্কেলে ৫// এবং সিজিপিএ–৪–এর স্কেলে ২.৫ থাকতে হবে।
> বড় কোনও সংস্থায় অ্যাকাউন্টস/ফাইন্যান্স/অডিট ম্যানেজমেন্টে ন্যূনতম আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে চার বছর ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস/ফাইন্যান্স/অডিট) পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ (কভার লেটার) পূর্ণাঙ্গ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আরও জানতে এখানে ক্লিক করুন

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল–৫), ৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।

আবেদন ফি: আবেদন ফি ১৫০০ টাকা; যা বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের অনুকূলে পে–অর্ডার করতে হবে। পে–অর্ডারের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি