পাঁচ মাসের জন্য ২০০ বাংলাদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া, বিজ্ঞপ্তি প্রকাশ

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রদেশে কৃষি ও মৎস্য খাতে মৌসুমি শ্রমিক হিসেবে ২০০ জন বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২০ আগস্টের মধ্যে বাংলাদেশ ওভারসিজ ইমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে আবেদন করতে হবে।

চাকরির মেয়াদ: সর্বোচ্চ পাঁচ মাস
কর্মঘণ্টা: দৈনিক আট ঘণ্টা
সাপ্তাহিক ছুটি: ১দিন
মাসিক বেতন: আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা।

চাকরির শর্ত

> ভিসার ধরন: ই–৮।
> সুঠাম দেহের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে।
> বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
> চাকমা, মারমা, গারো, সাঁওতাল ও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সনদ দাখিল করতে হবে।
> উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সনদ দাখিল করতে হবে।
> পুরুষ ও নারী উভয়ই আবেদন করতে পারবেন। (গর্ভবতী নারী আবেদন করতে পারবেন না)।
> দক্ষিণ কোরিয়ায় যাওয়া-আসার বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে।
> নির্ধারিত সময় শেষে কর্মীকে বাংলাদেশে ফিরে আসতে হবে।
> নিয়োগকর্তার চাহিদা মোতাবেক ওভার টাইমের সুযোগ আছে।
> কৃষি ও মৎস্য চাষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
> মাদকাসক্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবেন।

আরও বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

সার্ভিস চার্জ
১. বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ ১৫ হাজার টাকা, ভ্যাট, ট্যাক্স, ভিসা, স্মার্ট কার্ড, কল্যাণ তহবিল, বিমা, ডেটাবেজ রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ১৪ হাজার ৮৯০ টাকাসহ মোট ২৯ হাজার ৮৯০ টাকা প্রদান করতে হবে।

২. নির্বাচিত প্রার্থীদের জামানত বাবদ ৫০ হাজার টাকা (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।

৩. সংশ্লিষ্ট প্রার্থী ও অভিভাবক/সুপারিশকারীর কাছ থেকে ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হবে।

৪. নির্ধারিত সময় শেষে ফিরে না এলে জামানত বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মী এবং তাঁর অভিভাবক/সুপারিশকারীর নামে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।