ঘরে বসে কাজসহ ১৬ পদে লোক নিচ্ছে আদর্শ

অভিনব সার্কুলার প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ। সার্কুলারের ছবিতে রয়েছে, ‘১৬টি পদে নিয়োগ দিচ্ছে আদর্শ: আগ্রহী প্রার্থীগণ DNA-এর ইকপি পাঠিয়ে দিন’ তাদের ইমেইল ঠিকানায়।

গণমাধ্যম কর্মী, উন্নয়ন কর্মী, শিক্ষিত গৃহিনী ও মেধাবী ড্রপ আউটদের অগ্রাধিকার দিয়ে ঘরে বসে কাজসহ নানা মডেলে লোক নিচ্ছে প্রতিষ্ঠানটি।

পদসমূহ হলো: হিসাবরক্ষক, মানব সম্পর্ক নির্বাহী, যোগাযোগ কর্মকর্তা, প্রুফ রিডার, লেআউট এডিটর, নিজস্ব লেখক, নিজস্ব সম্পাদক, নিজস্ব অনুবাদক, অপারেশন্স সহকারী, বিজনেস গ্রোথ এক্সিকিউটিভ, কভার আর্টিস্ট, ইভেন্ট কোঅরডিনেটর, মার্কেটিং অফিসার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কনটেন্ট ক্রিয়েটর।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি
এমন অভিনব সার্কুলার সম্পর্কে আদর্শর সিইও মাহাবুব রাহমান বলেন, একজন যোগ্য প্রার্থীকে খুঁজে বের করতে মানব সম্পদ বিভাগকে অনেক কাঠখড় পোহাতে হয়। সেদিন হয়ত বেশি দূরে নয় যখন করপোরেট প্রতিষ্ঠানগুলো ডিএনএর ইলেক্ট্রনিক প্রতিলিপি থেকে খুব সহজেই প্রার্থীদের সামগ্রিক বৈশিষ্ট্য সনাক্ত করতে পারবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে প্রচুর উচ্চশিক্ষিত নারী রয়েছেন যারা গৃহিনী। প্রকাশনায় এমন অনেক কাজ আছে যেগুলো তারা বাসায় বসেই তাদের সাংসারিক কাজের ফাঁকে ফাঁকেই করতে পারবেন। আবার আমাদের দেশের বাস্তবতায় এমন অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন যারা নানা কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেন না। ফলে ভালো প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাওয়াটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। আদর্শ যেহেতু সবসময় নতুন কিছু করতে চায় তাই এই ব্যবস্থা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানে ক্লিক করুন