ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের আশ্চর্যময় সেতু

পৃথিবীর বিভিন্ন মনোমুগ্ধকর, অদ্ভুত ও আশ্চর্যময় সেতু নিয়ে ‘বাংলা ট্রিবিউন জার্নি’র নিয়মিত আয়োজনে আজ রইলো এশিয়ার তিন দেশ ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের একটি করে সেতুর কথা।

A living root bridge, Indiaভারতের ‘লিভিং রুট ব্রিজ’
ব্রিজ সাধারণত বিখ্যাত স্থপতি আর প্রকৌশলীরা মিলেমিশে বানান। কিন্তু বিশ্বে ‘লিভিং রুট ব্রিজ’ আছে অনেক। প্রকৃতি নিজেই এসব গড়েছে। প্রতিবেশী দেশ ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে রয়েছে এমন একটি প্রাকৃতিক সেতু! চেরাপুঞ্জি হলো ভারতের সবচেয়ে বৃষ্টিবহুল রাজ্য। একইসঙ্গে সেখানকার আবহাওয়ায় প্রচুর জলীয়বাষ্প রয়েছে। বিশাল আকৃতির বৃক্ষের বেড়ে ওঠায় ভূমিকা রাখে এসব। সেতুটি গড়েই উঠেছে এমন কিছু বৃক্ষের শেকড়ের সমাবেশে। এগুলোকে পথের আকৃতি দিতে একপাশে তৈরি করা হয়েছে সিঁড়ি।

Garhi Dupatta Bridge, Pakistanপাকিস্তানের ‘গর্হি দোপাট্টা ব্রিজ’
সেতুটি দেখলেই ভয় জাগবে মনে! পাকিস্তানের মুজাফফরবাদ অঞ্চলের ছোট্ট একটি শহর গর্হি দোপাট্টায় ঝেলুম নদীর ওপর রয়েছে এটি। এই সড়কের নাম কাই মাঞ্জা। বিশ্বের সবচেয়ে দর্শনীয় সেতুগুলোর মধ্যে ‘গর্হি দোপাট্টা ব্রিজ’ অন্যতম। তবে রাতে এটি খুবই বিপজ্জনক।

The Dragon Bridge, Vietnamভিয়েতনামের ‘ড্রাগন ব্রিজ’
ভিয়েতনামের জানাঙ প্রদেশের হান নদীর ওপর ২০১৩ সালের ২৩ মার্চ উন্মুক্ত হয় এই সেতু। সেদিন ছিল শহরটির ৩৮তম স্বাধীনতা দিবস। ড্রাগন আকৃতির ব্রিজটি ডিজাইন করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আম্মান অ্যান্ড হুইটনি কনসালটিং ইঞ্জিনিয়ার্স ও লুইস বার্গার গ্রুপ। সপ্তাহের প্রতি শনি ও রবিবার রাত ৯টায় অগ্নিশিখা ও জলকেলি হয় সেখানে। তখন দূর থেকে মনে হয়, আগুনের লেলিহান শিখা জ্বলে উঠছে জলের ওপর! মুহূর্তেই বর্ণিল রূপ ধারণ করে ড্রাগন ব্রিজ।