চাঁদ নেমেছে জলে!

The Moon Bridge, Italyচাঁদ নেমেছে জলে! ওপরের ছবিতে তাকালে এক ঝটকায় সত্যি সত্যি চাঁদই মনে হবে! আদতে এটি একটি সেতু। চাঁদের মতো দেখতে বলে এর নাম ‘মুন ব্রিজ’। ইতালির কোমাচিনো শহরে অর্ধচন্দ্রাকৃতির সেতুটি নজর কাড়ে সব পর্যটকের।

রোমান সাম্রাজ্যের অন্যতম নিদর্শন মুন ব্রিজ তৈরি হয়েছে পথচারীদের পারাপারের জন্য। এতকাল পরেও এটি টিকে আছে ইতিহাসের সাক্ষী হয়ে।

পাথর দিয়ে তৈরি এ সেতুর পুরোটাই ধনুকের মতো বাঁকানো। এতই বাঁকা যে এর নিচের দিকে তৈরি হয়েছে একটি অর্ধেক চাঁদের আকৃতি। সন্ধ্যার দিকে শহরের অন্যান্য স্থানের মতো সেতুটির নিচেও আলো জ্বলে ওঠে। সেখানে রয়েছে কৃত্রিম লাইটের ব্যবস্থা।

বাতি জ্বলে উঠলেই স্বচ্ছ জলে ‘মুন ব্রিজ’ খুঁজে পায় নামের সার্থকতা। রঙেও চন্দ্রের সঙ্গে মিল আছে এর। দূর থেকে যেকোনও পথচারীর কাছে জলে ভেসে থাকা একটি চাঁদই মনে হবে সেটি।