ভারতীয় ভিসা প্রসেসিং ফি জমা দেওয়া যাবে প্রিমিয়ার ব্যাংকে

40116252_463117477516084_8333661993756000256_nভারতে বেড়াতে কিংবা চিকিৎসার জন্য অথবা অন্য কাজে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ যান। এর অংশ হিসেবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যাওয়ার আগে আবেদনকারীদের বিভিন্ন স্থানে ইউ-ক্যাশের মাধ্যমে টাকা জমা দিতে হয়। এই পন্থাকে অনেকে ঝক্কি মনে করেন।  

আশার কথা হলো, ভারতীয় ভিসা প্রক্রিয়ার টাকা এখন থেকে প্রিমিয়ার ব্যাংকে জমা দিতে পারবেন আবেদনকারীরা। এ বিষয়ে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও এসএসএল ওয়্যারলেসের মধ্যে চুক্তি হয়েছে। এ সময় এসএসএল ওয়্যারলেসের পক্ষে ছিলেন চিফ অপারেটিং অফিসার আশিস চক্রবর্তী, ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল সার্ভিস হেড সাউদ বিন জাহান।

40122592_182209219253221_2928333982590304256_nচুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরী, করপোরেট ব্যাংকিং হেড নিয়ামত উদ্দিন আহমেদ, ব্রান্ড মার্কেটিং ও পিআর হেড মো. তারেক উদ্দিন, ইউনিট-ক্যাশ ম্যানেজমেন্ট ও পে-রোল হেড মো. সারোয়ার হাসান।