দ্রুত পর্যটক বাড়ছে ১০ দেশে, তালিকায় নেপাল

অ্যাডভেঞ্চারপ্রেমী ও পর্বতারোহীদের কাছে প্রিয় গন্তব্য নেপালদ্রুত পর্যটক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিশ্বের এমন ১০টি দেশের তালিকা প্রকাশিত হলো। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) ২০১৮ সালের ট্যুরিজম হাইলাইটস রিপোর্টে উল্লেখ করা হয়েছে এগুলোর নাম। ২০১৭ সালের আন্তর্জাতিক পর্যটনে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার মনে করা হচ্ছে এ তালিকাকে।

জানা গেছে, বিশ্বের কিছু গন্তব্য দ্রুত পর্যটকদের প্রিয় হয়ে উঠেছে। কয়েকটি গন্তব্য সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা চ্যালেঞ্জ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে উত্তরণ লাভ করেছে। তাই সেসব দেশে ভ্রমণকারীও বাড়ছে।

দ্রুততম ক্রুমবর্ধমান পর্যটন গন্তব্য হয়ে অভাবনীয় নজির দেখিয়েছে মিসরএ তালিকায় শীর্ষে আছে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা মিসর। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে দেশটিতে বিদেশি ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে ৫৫ দশমিক ১ শতাংশ। প্রচারণা ও আত্মবিশ্বাসের সুবাদে সুনাম পুনরুদ্ধার করতে পেরেছে মিসর।

২০১৭ সালে ২৯ দশমিক ১ শতাংশ বিদেশি পর্যটক বেড়েছে ভিয়েতনামেএশিয়ার দেশগুলোর মধ্যে দ্রুত পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে নেপাল। গত বছর সেখানে ভ্রমণকারী বেড়েছে ২৪ দশমিক ৯ শতাংশ। এছাড়া চার নম্বরে থাকা ভিয়েতনামে পর্যটক বৃদ্ধির হার ২৯ দশমিক ১ শতাংশ।

পশ্চিম আফ্রিকার দেশ টোগোতে পর্যটক বৃদ্ধির হার লক্ষণীয় বেড়ানোর জন্য ওয়েস্টার্ন ইউরোপের পরিচিতি দুনিয়াজোড়া। তবে মধ্য ও পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়াকে এক্ষেত্রে উদীয়মান মনে করা হচ্ছে। তালিকায় দুই নম্বরে আছে পশ্চিম আফ্রিকার দেশ টোগো। ২০১৬ সালে দেশটিতে গিয়েছিল ৩ লাখ ৩৮ হাজার পর্যটক। গত বছর তা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৬ হাজার।

জর্জিয়ায় একবছরে পর্যটক সংখ্যা বেড়েছে সাত লাখতিনে রয়েছে ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র সান ম্যারিনো। ইতালির এই উত্তর পার্বত্য অঞ্চলে গত বছরও অসংখ্য ভ্রমণকারী বেড়িয়েছেন। পাঁচে থাকা জর্জিয়া ২০১৬ সালে ২৭ লাখ পর্যটক পেয়েছিল। গত বছর তা দাঁড়ায় ৩৪ লাখে।

ফিলিস্তিনি অঞ্চলগুলোতে গত বছরও অনেক ভ্রমণকারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতোগত বছর এ তালিকার শীর্ষে থাকা ফিলিস্তিনি অঞ্চলগুলো এবার নেমে গেছে ছয়ে। সাতে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নিউয়ে ও নয়ে আছে ইসরায়েল।

২৪ দশমিক ৩ শতাংশ পর্যটক বৃদ্ধির ফলে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জদশ নম্বরে রয়েছে আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ। সেখানে ২০১৭ সালে ঘুরেছে ৬ লাখ ৬০ হাজার পর্যটক। অথচ পুরো দেশটির জনসংখ্যা মাত্র ৫৫ হাজার!

দ্রুত ক্রমবর্ধনশীল শীর্ষ ১০ পর্যটন গন্তব্য

১. মিসর (৫৫ দশমিক ১ শতাংশ)
২. টোগো (৪৬ দশমিক ৭ শতাংশ)
ইতালির উত্তর পার্বত্য অঞ্চল সান ম্যারিনো গত বছরও বেড়িয়েছেন অসংখ্য ভ্রমণকারী৩. সান ম্যারিনো (৩১ দশমিক ১ শতাংশ)
৪. ভিয়েতনাম (২৯ দশমিক ১ শতাংশ)
৫. জর্জিয়া (২৭ দশমিক ৯ শতাংশ)
৬. ফিলিস্তিন অঞ্চল (২৫ দশমিক ৭ শতাংশ)
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি স্বচ্ছ জলের জন্য বিখ্যাত৭. নিউয়ে (২৫ দশমিক ৪ শতাংশ)
৮. নেপাল (২৪ দশমিক ৯ শতাংশ)
ইসরায়েলে গত বছরও বিদেশি পর্যটকদের আনাগোনা ছিল অভূতপূর্ব৯. ইসরায়েল (২৪ দশমিক ৬ শতাংশ)
১০. উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ (২৪ দশমিক ৩ শতাংশ)