চাঁদে পর্যটক পাঠানোর নতুন ঘোষণা স্পেসএক্সের

imageমার্কিন বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্স তাদের বিগ ফ্যালকন রকেটের (বিএফআর) মাধ্যমে চাঁদে পর্যটক পাঠানোর নতুন পরিকল্পনা ঘোষণা করেছে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর)। শূন্যে মানুষের ভ্রমণের উপযোগী করে তৈরি হচ্ছে এই মহাকাশযান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্পেসএক্সের অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘চাঁদে মানুষের ভ্রমণের ক্ষেত্রে বিশ্বে প্রথম বেসরকারি উদ্যোক্তা হিসেবে অবদান রাখতে যাচ্ছে স্পেসএক্স। যারা মহাকাশ ভ্রমণের স্বপ্ন দেখেন, আমাদের বিএফআর মহাকাশযানের মাধ্যমে তাদের সেই স্বপ্নপূরণ হবে।’

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা, প্রধান ডিজাইনার ও সিইও ইলোন মাস্ক একইসঙ্গে দক্ষিণ আফ্রিকান, কানাডিয়ান ও আমেরিকান উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানটি এর আগেও চাঁদে পর্যটক পাঠানোর উদ্যোগের কথা জানিয়েছিল। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেসএক্স ঘোষণা দেয়, ২০১৮ সালের শেষের দিকে তাদের উদ্যোগে প্রথম পর্যটকবাহী দুটি মহাকাশযান পাঠানো হবে চাঁদে।

স্পেসএক্সের উদ্যোগে চাঁদে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা পর্যটকদের নাম ও পরিচয় কিংবা খরচের বিষয়ে কিছু জানা যায়নি। আগামী ১৭ সেপ্টেম্বর এসব ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে টুইটারে জানিয়ে রেখেছে এই মহাকাশ সংস্থা।
সূত্র: বাসস

আরও পড়ুন-
মহাকাশে পর্যটকদের নিয়ে প্রথম ফ্লাইট ২০১৯ সালেই (ভিডিও)