গাড়িমুক্ত দিনে প্যারিসে পর্যটকদের সাইকেল মেলা

ছবি: লেখকফ্রান্সের রাজধানী প্যারিসে রবিবার (১৬ সেপ্টেম্বর) গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে। আজ এখানে কোনও যন্ত্রচালিত যানবাহন চলছে না। শহরটিতে তাই নেমেছে সাইকেলের মেলা! স্কেটিং করেও চলাফেরা করতে দেখা যাচ্ছে প্যারিসের বাসিন্দাদের। ফলে ভ্রমণ ও স্কেটিং দুটোই একসঙ্গে উপভোগ করছেন তারা। 

প্যারিসের মেয়র অ্যান হিদালগো রবিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্যারিসের সব এলাকা বাইসাইকেলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এই দিনে প্যারিসের কোথাও কেউ গাড়ি চালালে ১৩৫ ইউরো (১৩ হাজার টাকা) জরিমানা গুনতে হয়। তবে পাতালরেল (মেট্রো) ঠিকই চালু আছে।

ছবি: অনলাইনপ্যারিসে এ নিয়ে তৃতীয়বারের মতো গাড়িমুক্ত দিবস পালন করা হচ্ছে। গোটা বিশ্বে এই উদ্যোগ ব্যাপক আলোচিত। অনেকে গত দু’বারের আয়োজন দেখে এবার ভ্রমণ করতে গেছেন প্যারিসে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি পর্যটকও পাওয়া যাচ্ছে এর সুবাদে। 

ছবি: লেখকবায়ু দূষণরোধের পরিকল্পনা থেকে প্যারিসের মেয়র অ্যান হিদালগোর এ উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়ে রেখেছেন, ক্রমেই ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহনের সংখ্যা বাড়ানো হবে। নগরবাসীও এতে সহায়তা করবেন বলে মনে করেন মেয়র।

ছবি: লেখকএদিকে মোটরযানের ব্যবহার কমাতে কয়েক বছর ধরে প্যারিসের রাস্তায় বাইসাইকেলের ব্যবহার উৎসাহিত করা হচ্ছে। সীমিত রয়েছে ভারী যানবাহন চলাচল।
ছবি: অনলাইনএছাড়া শহর পরিচ্ছন্ন রাখতে মেয়রের এমন বিভিন্ন পদক্ষেপের মধ্যে প্যারিসের রাস্তায় সিগারেটের গোড়া ফেলা নিষিদ্ধ করা হয়েছে।