ভ্রমণে এমন ব্যাগই প্রয়োজন!

হাঁটাহাঁটি আর পাহাড়ে ওঠানামা, কোথাও ঘুরতে গেলে সারাদিন চলতে হয় পায়ের ওপর। তখন পকেটে যেকোনও জিনিসপত্রই মনে হয় বোঝা। কাঁধে ব্যাগ ঝুলিয়ে রাখাও কষ্টকর হয়ে দাঁড়ায় তখন। তাই ভ্রমণে ব্যাগ স্বাচ্ছন্দ্যময় না হলে সব মাটি! চিন্তা নেই। বিখ্যাত বেশ কিছু ব্র্যান্ডের সুদৃশ্য বেল্ট ব্যাগ এখন বিশ্বজুড়ে জনপ্রিয়। বৈচিত্র্যেরও অভাব নেই। মোবাইল ফোন, মানিব্যাগ, সানস্ক্রিন রাখার পর্যাপ্ত জায়গা থাকে এগুলোতে।

LeSportsacলেস্পোর্টসেক: আমেরিকান প্রতিষ্ঠান লেস্পোর্টসেকের জন্য এই রঙিন ব্যাগ ডিজাইন করেছেন শিল্পী জেসন উডসাইড। মূল্য ৭০ ডলার।

Patagoniaপ্যাটাজোনিয়া: ভ্রমণের আগে মার্কিন প্রতিষ্ঠান প্যাটাজোনিয়ার হালকা ওজনের এই ব্যাগে আরামে প্যাকিং করা যাবে। মূল্য ২৯ ডলার।

Everlaneএভারলেন: অনলাইন খুচরা প্রতিষ্ঠান এভারলেনের কালো রঙের নাইলনের ব্যাগটির মূল্য ২৫ ডলার।

Clare Vক্লেয়ার ভি: আমেরিকান ফ্যাশন ডিজাইনার ক্লেয়ার ভিভিয়ারের সাজানো ইতালিয়ান চামড়ার ব্যাগটির মূল্য ২৯৯ ডলার।

Cuyanaকুইয়ানা: ইকুয়েডরের কার্লা গ্যালারদো ও ভারতের শিল্পা শাহের যৌথ প্রতিষ্ঠিত কুইয়ানা তৈরি করে ইতালিয়ান লেদারের গোলাকৃতির বেল্ট ব্যাগ। বেল্ট অথবা কাঁধের ব্যাগ হিসেবে ব্যবহার করা যায় এটি। দাম ১৪০ ডলার।

Rag & Boneর‌্যাগ অ্যান্ড বোন: আমেরিকার ফ্যাশন লেবেল র‌্যাগ অ্যান্ড বোনের তৈরি ইলিয়ট ব্র্যান্ডের লেদারের এই ব্যাগের মূল্য ৪৫০ ডলার।

Gucciগুচি: ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির তৈরি লেদারের এই ব্যাগে ফুটে ওঠে বিলাসী আবহ। এর মূল্য ১১০০ ডলার।

সূত্র: সিএনএন ট্রাভেল