বাগেরহাটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান

bagerhaat1ষাটগম্বুজ মসজিদ, হযরত খানজাহান আলী (র.) মাজার, বেসরকারি পর্যটন কেন্দ্র সুন্দরবন রিসোর্টসহ বাগেরহাটে পর্যটক আকর্ষণের কমতি নেই। তাই এই জেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।
মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘির পাড়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহীন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

বৃহস্পতিবার সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বেরিয়ে ষাটগম্বুজ মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা।

এছাড়া ঐতিহাসিক ঘোড়া দীঘিতে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
আরও পড়ুন-
মুখরিত ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন