তিন বছরের মধ্যে মডেল পর্যটন জেলার পরিচিতি পাবে রাঙামাটি

rangamati1রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী আশা প্রকাশ করেছেন, পর্যটনের উন্নয়নে সবাই আন্তরিকভাবে এগিয়ে এলে তিন বছরের মধ্যে রাঙামাটি মডেল পর্যটন জেলা হিসেবে পরিচিতি লাভ করবে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী রাঙামাটির পর্যটন উন্নয়নের বিষয়টি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত হয়। এরপর থেকে পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।’

Rangamati Parzation pic (1)পার্বত্য জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক কমিটির আহ্বায়ক অমিত চাকমা রাজুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন মোটেলের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, ট্যুরিস্ট পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, হোটেল মালিক সমিতির নেতা নেছার আহমেদ, রোভার স্কাউটসের সভাপতি নুরুল আবছার।

এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে যৌথভাবে শোভাযাত্রার আয়োজন করে পার্বত্য জেলা পরিষদ ও পর্যটন মোটেল কর্তৃপক্ষ। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এটি বেরিয়ে শহরের মূল সড়কগুলো ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।