দীপাবলিতে তিন লাখ মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্বরেকর্ড গড়লো অযোধ্যা

Participants light earthen oil lamps on the banks of the Sarayu riverদিওয়ালি তথা দীপাবলি হলো আলোর উৎসব। দীপাবলির আগের দিন বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ভারতের উত্তর প্রদেশের পুণ্যভূমি অযোধ্যায় জ্বালানো হলো তিন লাখেরও বেশি মাটির প্রদীপ। এর মধ্য দিয়ে এই শহর গড়লো নতুন বিশ্বরেকর্ড।

জানা গেছে, অযোধ্যায় সরায়ু নদীর পাড়ে পাঁচ মিনিট একসঙ্গে ৩ লাখ ১ হাজার ১৫২টি মাটির প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। এর আগে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর হরিয়ানায় একসঙ্গে ১ লাখ ৫০ হাজার ৯টি মাটির প্রদীপ জ্বালানো হয়। ফলে তারা স্থান পেয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। তবে দুই বছরের ব্যবধানে তা ভেঙে গেলো।

The northern city of Ayodhya held celebrations on the eve of Diwaliগিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা সিএনএনকে নিশ্চিত করেছে, সবচেয়ে বেশি মাটির প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে অযোধ্যা।

Indian people light earthen lampsঅযোধ্যায় দীপোৎসবে ছিলেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম জং-সুক। তিনি চার দিনের সফরে ভারতে আছেন। এছাড়া ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার রাজ্য সরকার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জানিয়েছে, ৪৮ খ্রিস্টপূর্বে এই শহরের রানি কোরিয়ায় গিয়ে সেই দেশের রাজা সুরোকে বিয়ে করেছিলেন। তাই অযোধ্যার সঙ্গে কোরিয়ার ঐতিহাসিক সংযোগ রয়েছে।

Participants light earthen oil lampsহিন্দু ধর্মাবলম্বীদের বেশিরভাগ বিশ্বাস করে, অযোধ্যা হলো দেবতা রামের জন্মস্থান। হিন্দুদের সাত পুণ্যভূমির মধ্যে এটি অন্যতম।

সূত্র: সিএনএন ট্রাভেল