নেপালের রেস্তোরাঁয় খাবার পরিবেশন করছে রোবট ওয়েটার

gingerপর্বতমালার জন্য দুনিয়ার অসংখ্য পর্যটকের প্রিয় গন্তব্য নেপাল। প্রাকৃতিকভাবে যতটা না সমৃদ্ধ এই দেশ, প্রযুক্তিতে যেন ততই পিছিয়ে। তবে দিন বদলেছে। নেপালি একদল উদ্ভাবনী তরুণ প্রযুক্তিতে বলা যায় বিপ্লব ঘটিয়েছেন। তাদের বানানো মানবাকৃতির রোবট ‘জিনজার’ রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে খাবার পরিবেশন করছে।

নেপালের রান্নায় ব্যবহৃত অতি প্রয়োজনীয় উপকরণ আদা। তাই রোবটের নামকরণ হয়েছে ‘জিনজার’। তার উচ্চতা পাঁচ ফুট। সে ইংরেজি ও নেপালি উভয় ভাষা বুঝে। অ্যাপলের সিরি অথবা অ্যামাজনের অ্যালেক্সার মতো কৌতুক করতে পারে রোবটটি।

কাঠমান্ডুর নাউলো রেস্তোরাঁয় এখন তিনটি ‘জিনজার’ কাজ করছে। টেবিলে গরম পুডিং পরিবেশন করে রোবট ওয়েটাররা ভোজনরসিকদের উদ্দেশে বলছে, ‘খাবার উপভোগ করুন।’

রোবট ওয়েটারের খাবার পরিবেশন দেখতে অনেকে নাউলো রেস্তোরাঁয় সকাল-সন্ধ্যা ঢুঁ দিচ্ছেন। গ্রাহকদের জন্য নিঃসন্দেহে এটি সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা। কারও কারও বিশ্বাসই হচ্ছে না রোবটগুলো নেপালে তৈরি।

জিনজারকে বানিয়েছে পাইলা টেকনোলজি নামের নেপালি একটি প্রতিষ্ঠান। এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিনয় রাউত বলেছেন, ‘আমরা এখন পরীক্ষামূলকভাবে রোবটগুলোকে কাজে লাগিয়েছি। আমরা রোবটের সেবারে ব্যাপারে গ্রাহকদের মতামতের অপেক্ষায় আছি।’

২৫ জন তরুণ প্রকৌশলী কয়েক মাস পরিশ্রম করে রোবটটি প্রস্তুত করেছে। বিনয় (২৭) তাদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ।

তিন বছর আগে শক্তিশালী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ধীরে ধীরে কাটিয়ে উঠছে কাঠমান্ডু। তাই পর্যটকদের যাতায়াতও বেড়েছে।

সূত্র: এএফপি