হোটেল শিল্পের মানোন্নয়নে বিহা’র বৈঠক

Group Photo BIHA পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হোটেল। তাই বাংলাদেশে হোটেল শিল্পের উন্নয়নে সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বৈঠক করলেন ব্যবসায়ীরা। গত ২৭ নভেম্বর সন্ধ্যায় র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এই সভা করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)।

বৈঠকে জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা আর এসডি (সাপ্লিমেন্টারি ডিউটি) বিষয়েও আলোচনা করেন সংগঠনের নেতারা। তারা দেশের হোটেল শিল্পের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তাদের আশা, বাংলাদেশে বিদেশি পর্যটক ক্রমে বৃদ্ধি পাবে।

সভায় অংশ নেন বিহা’র সভাপতি ও হোটেল আগ্রাবাদের সিইও এম, হাকিম আলী, বিহা’র উপদেষ্টা ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দি ওয়েস্টিন ঢাকা অ্যান্ড হাসনা প্রিমিয়াম রেসিডেন্সের কোম্পানি মালিক মোহাম্মদ নূর আলী।

এছাড়াও ছিলেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার পল ফ্লেট, র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের জেনারেল ম্যানেজার আলেকজান্দার হওসলার, সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান, সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের কোম্পানি সচিব আবু হানিফ বারী।