বিখ্যাত নিদর্শনটির সামনে আর ছবি তোলা যাবে না


7329055016_8e7d1d9a07_oনেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের বিখ্যাত নিদর্শন ‘আই আমস্টারডাম’ দেখতে দিনে দিনে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। এই লেখার পাশে দাঁড়িয়ে ভ্রমণকারীদের সেলফি ও ছবি তোলা নিত্যদিনের চিত্র। কিন্তু সেই সুযোগ আর নেই। কারণ পর্যটকদের চাপ সামলাতে না পারার আশঙ্কায় এই নিদর্শন সরিয়ে ফেলা হয়েছে।

বহু বছর ধরে নয়নাভিরাম আমস্টারডামের অন্যতম পরিচয় হয়ে দাঁড়িয়েছিল এই নিদর্শনটি। অথচ শহরটির সবচেয়ে বড় পর্যটক আকর্ষণ সরানোর মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে ডাচ সরকার। তাদের নাকি এছাড়া আর কোনও উপায় ছিল না।

২০০৬ সাল থেকে বিখ্যাত রাইকজ মিউজিয়ামের বাইরে রাখা হয়েছিল ছয় ফুট লম্বা ‘আই আমস্টারডাম’ নিদর্শনটি। পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণহীন হওয়ার ভয় থেকে এটি তুলে নিয়েছে কর্তৃপক্ষ। পর্যটন সমস্যা হ্রাস করাই এই পদক্ষেপের লক্ষ্য। কারণ দীর্ঘদিন ধরে পর্যটকদের সামলাতে হিমশিম খাচ্ছে আমস্টারডাম। ২০১৮ সালের শেষে তাদের সংখ্যা ছাড়াবে ২ কোটির ঘর।

পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যা হ্রাসের জন্য আমস্টারডামের পর্যটন বিভাগ বিভিন্ন কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে কাছাকাছি অপরিচিত অঞ্চলে ভ্রমণের জন্য লোকজনকে উৎসাহিত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এবার ‘আই আমস্টারডাম’ নিদর্শন সরিয়ে ফেলা হলো। তবে আমস্টারডামে যাওয়া পর্যটকদের আহ্বান, অপরিচিত কোনও জায়গায় হলেও এটি রাখা উচিত।

শুধু আমস্টারডাম নয়, বিশ্বের অনেক দেশ এখন অতিরিক্ত পর্যটকের ভারে ন্যুব্জ হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছে ইতালির ভেনিস, পেরুর মাচু পিচু ও থাইল্যান্ডের কয়েকটি দ্বীপ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া