মধুপল্লী সেজেছে অপরূপ সাজে

20190122_154418বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী আগামী ২৫ জানুয়ারি। এ উপলক্ষে কপোতাক্ষ নদীর পাড়ে শুরু হলো সপ্তাহব্যাপী মধুমেলা। এই আয়োজনকে ঘিরে মধুভক্ত ও ভ্রমণপ্রেমীদের উপস্থিতিতে সাগরদাঁড়ি এখন মুখর।

মেলা উপলক্ষে মধুকবির জন্মভূমির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ, জমিদারবাড়ির আম্রকানন, বুড়ো কাঠবাদাম গাছতলা, বিদায় ঘাটসহ মধুপল্লী সেজেছে অপরূপ সাজে। মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকালে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ফুলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

এবারের মেলায় রয়েছে কুটিরশিল্প, গ্রামীণ পসরা, লোকজ সংস্কৃতি যাত্রাপালা, সার্কাস, জাদু প্রদর্শনী ও শিশুদের বিনোদনমূলক আয়োজন। প্রতিদিন সাগরদাঁড়ির মধুমঞ্চে আলোচনার পাশাপাশি নাটক, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

মেলায় ২৫০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দুই শতাধিক ছোটবড় স্টলে রয়েছে বিভিন্ন কারুপণ্য ও খাবারের দোকান। মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মধুমেলা আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন।

যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল বলেন, ‘দেশ-বিদেশের দর্শনার্থীদের জন্য সুষ্ঠু ও সুন্দরভাবে মধুমেলা উপভোগের লক্ষ্যে প্রশাসন তৎপর। এবার ইজারাদারমুক্ত মেলার সর্বত্র সিসিটিভি বসানো হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত থাকবে আড়াই শতাধিক পুলিশ।’

20190122_165226উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক, যশোর-২ আসনের সংসদ সদস্য মে. জে. (অব.) ডা. নাসির উদ্দিন, যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঈনুল হক, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও মো. মিজানুর রহমান।