প্রথম পুরস্কার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌজন্যে ঢাকা-দুবাই রুটের টিকিট। দ্বিতীয় পুরস্কার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের এক্সিকিউটিভ স্যুটে একরাত থাকার সুযোগ। এছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী প্রিমিয়ার রুমে একরাত থাকতে পারবেন। প্রতিটি পুরস্কার দুই জনের জন্য।
হোটেলটিতে বাংলাদেশি প্যাকেজের মধ্যে রয়েছে দুই জনের থাকা। ভাড়ায় ক্যাফে বাজারের বুফে নাশতা, সুইমিং পুল ব্যবহারের সুযোগ, উচ্চগতির ওয়াইফাই ও পাঁচতারকা সেবা অন্তর্ভুক্ত। ডিলাক্স রুমের ভাড়া ১২ হাজার ১৫০ টাকা থেকে শুরু।
সোনারগাঁও ঢাকা হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কাম ফ্লাইট উইথ মি মাই ভ্যালেন্টাইন’ শীর্ষক আয়োজন শুরু হয়েছে গত ১০ জানুয়ারি। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এখানে বাংলাদেশি প্যাকেজ নিলে র্যাফেল ড্র’তে অংশগ্রহণের সুযোগ থাকছে।