মেঘালয়ে বেড়ালেন স্পা ট্যুর ডি রেইনবো প্রতিযোগিতার ১৫ বিজয়ী

Pic-2. Spa Tour De Rainbow, Season-2সুপেয় পানির ব্র্যান্ড স্পা’র আয়োজনে আলোকচিত্র প্রতিযোগিতার ১৫ জন বিজয়ী ভারতের মেঘের রাজ্য মেঘালয়ে ভ্রমণের সুযোগ পেলেন। গত ১৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি চেরাপুঞ্জিতে বেড়িয়েছেন তারা। তিন রাত চার দিন দেশের স্বনামধন্য আলোকচিত্রীদের সান্নিধ্যে ফটোগ্রাফি বিষয়ক জ্ঞান বিনিময় করতে পেরেছেন বিজয়ীরা।

প্রকৃতি ও প্রকৃতির সঙ্গে জলের নিবিড় সম্পর্কের গল্প বলে এমন আলোকচিত্র নিয়ে অনুষ্ঠিত হয় ‘স্পা ট্যুর ডি রেইনবো’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুম। অংশগ্রহণকারীরা পরিবেশ ও প্রকৃতির বিষয়বস্তুর ওপর তোলা ছবি জমা দেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় দেশি-বিদেশি শিক্ষার্থী, পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীসহ ৪৫০০ জন তাদের তোলা ল্যান্ডস্কেপ, ম্যাক্রো ও প্রকৃতির সতেজ ও প্রাণবন্ত প্রায় ৫৩০০ ছবি জমা পড়ে। এর মধ্যে সেরা ১২০টি ছবি স্থান পায় গত বছরের ১২ থেকে ১৪ নভেম্বর ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত চিত্র প্রদর্শনীতে।

ছবি নির্বাচনে বিচারক ছিলেন আলোকচিত্রী তানভীর মুরাদ তপু, মিশুক আশরাফ আউয়াল ও শফিকুল আলম কিরণ। প্রতিযোগিতার বিজয়ীদের সনদপত্রও দেওয়া।